দেশজুড়ে

বগুড়ায় দেয়াল চাপায় বিদ্যুৎকর্মীর মৃত্যু

বগুড়ার সদর উপজেলায় দেয়াল চাপায় পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত আবু বক্কর সিদ্দিক (৪০) বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার পদে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বিকেলে তিনি মিটার রিডিং নিতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের পুতুলবাড়ি গ্রামে যান। সেখানে একজন গ্রাহকের বাড়িতে মিটার রিডিং নিতে গেলে তার ওপর বসতবাড়ির একটি দেয়াল ধসে পড়ে। এসময় তিনি চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এআরএ/এবিএস