দেশজুড়ে

আশরাফুলের বাবার দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর আশরাফুলের নিজ গ্রাম ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরের হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।জানাজায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।এর আগে সোমবার রাত ১টার দিকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আবদুল মতিন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস