বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষপানে খায়রুল ইসলাম (২২) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তিনি একই উপজেলার মাদলা ইউনিয়নের শুরিমারা গ্রামের মামুনুর রশিদের ছেলে। জানা গেছে, খায়রুল ইসলাম সম্প্রতি পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি আমর্ড পুলিশে প্রশিক্ষণরত ছিলেন। সোমবার রাতে তিনি ঢাকা থেকে বগুড়া আসেন। এরপর গ্রামে গিয়ে বাড়ির কাছাকাছি স্থান থেকে তার মার কাছে ফোন করে বিষপানের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, প্রশিক্ষণ চলাকালে খায়রুল ঈদের ছুটি না পাওয়ায় ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এআরএ/আরআইপি