ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে চার বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বিজিবি জানায়, সোমবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮ পিলারের বিপরীতে ভারত সীমান্তের চোরভিটা গ্রাম থেকে বিএসএফ তাদের আটক করে।আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার সমীরনগর কলোনির সাদেকুল (২৮), আলম হোসেন (২৩) ও জমিরউদ্দিন (১৭)।আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, ভারতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ভারতের ১২১ বিএসএফের চাকলাগড় ক্যাম্পের টহল দল তাদের আটক করে।বিজিবি জানায়, এর আগে রোববার সন্ধ্যায় মশালডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামকে (২৮) আটক করে বিএসএফ।ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছে ৭৫ হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে। তাদের দেশে আনার জন্য কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ চলছে।এআরএস/আরআইপি