দেশব্যাপি ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালা ভাবে। সোমবার রাজশাহীতে হরতাল চলাকালে মহানগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের কারণে নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে স্কুল কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীর সংখ্যা কম লক্ষ্য করা গেছে। রাজশাহী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দুরপালার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন ও অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, গত রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে চালিয়ে ২০ দলীয় জোটের ১৭ নেতাকর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। আটকদের সংশ্লিষ্ট থানা ও র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। র্যাব-৫-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, সোমবার দুপুরে মতিহার থানার ইউসুফপুর গ্রামে জিহাদী বই ও লিফলেট বিতরণের সময় ওই ইউনিয়নের জামায়াতের সভাপতি মান্নানসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়। বর্তমানে তাদের র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, রাজশাহী মহানগর পুলিশের (মুখপাত্র) ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ৪২ জনকে আটক করা হয়েছে।এদিকে, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, গত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ জনকে আটক করা হয়েছে।এমএএস/পিআর