ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদেরকে দুর্নীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দিবে। এ লক্ষ্যে সাংবাদিকদের কাছ থেকে প্রস্তাব চেয়েছেনে এবং এ বছরে ৫টি ক্যাটাগরিতে ফেলোশীপ দেবে সংস্থাটি। ক্ষেত্রগুলো হচ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি এবং জলবায়ু অর্থায়নে সুশাসন। আগামী ২৮ মার্চ এর মধ্যে আবেদন পাঠাতে হবে। চূড়ান্ত ভাবে নির্বাচিত এক বা একাধিক ফেলোকে সম্মানী হিসেবে মোট এক লক্ষ টাকা ও সনদ প্রদান করবে টিআইবি।২০১৫ সালে নিম্নোক্ত দুইটি শ্রেণীতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ দেওয়া হবে- জাতীয় প্রিন্ট মিডিয়া ফেলোশিপরাজধানী ঢাকা থেকে প্রকাশিত যে কোন বাংলা ও ইংরেজী দৈনিক সংবাদপত্রে কাজ করছেন এমন সাংবাদিক।ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপবিটিভি ও দেশীয় মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলসমূহ, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক। আগ্রহীর যোগ্যতাদৈনিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক যাদের সংবাদ মাধ্যমে কোন বিরতি ছাড়া ন্যূনতম ৩ বছরের পূর্ণকালীন কর্ম অভিজ্ঞতা। থাকতে হবে অনুসন্ধানী সাংবাদিকতায় রিপোর্ট প্রণয়নের অভিজ্ঞতা। আবেদনের নিয়মাবলীদুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রস্তাবনা ও পরিকল্পনা জমা দিতে হবে। এতে প্রতিবেদনের যৌক্তিকতা, লক্ষ্যসমূহ এবং পরিসীমা, পদ্ধতি, মাঠ-কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সময়সূচি, ফেলোশিপ কর্মসূচির প্রত্যাশিত ফল এবং সম্ভাব্য বাজেট বিষয়ের উল্লেখ থাকতে হবে।ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর কর্ম প্রতিষ্ঠানের সম্পাদক/নির্বাহী প্রধান এর স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদ ও ফেলোশিপে অংশগ্রহণের অনুমতিপত্র জমা দিতে হবে। টিআইবি বলছে, প্রতিটি ফেলোশিপের সময়কাল সর্বোচ্চ তিন মাস।জমা দেওয়ার ঠিকানাসিনিয়র ম্যানেজার (এইচ আর), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাইডাস সেন্টার, বাড়ী - ০৫ সড়ক -১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা – ১২০৯।এসএ/আরএস/পিআর