গণতন্ত্র পুনরুদ্ধার, দেশব্যাপি বিরোধী নেতাকর্মীদের গুম-খুন, মিথ্যা মামালার গ্রেফতার বন্ধসহ চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং বিএনপি চেয়ারপারসন বেগন খালেদা জিয়ার উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. কে বি এম মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক ড. মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ড. মো হাবীবুর রহমান, উপদেষ্টা ড. মু. আজহার আলী, প্রাণরসায়ণ ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. মাসুদুল হাসান খান, প্রফেসর সিএম মোস্তফা, ফলিত গণিত বিভাগের ড. মো. শামসুল আলম সরকার, সমাজবিজ্ঞানী ড. আব্দুর রহমান সিদ্দিকী এবং অর্থনীতি বিভাগের মো. রফিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান নৈরাজ্যের মূল কারণ ৫ জানুয়ারির ত্রুটিপূর্ণ নির্বাচন। দেশে আজ গণতন্ত্র নেই। এই সরকার গণতন্ত্রকে হুমকির দারপ্রান্তে নিয়ে গেছে, সরকারি সন্ত্রাস সারাদেশে ছেঁয়ে গেছে।বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এই সরকার পুলিশ এবং র্যাবের সরকার। এদের পায়ের নিচে কোনো মাটি নেই, তাই সাধারণ মানুষকে উল্টাপাল্টা কামড় দিচ্ছে। মানববন্ধনে বক্তারা দেশে চলমান সংকট নিরসনের জন্য সরকারকে আহ্বান জানান। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।এমএএস/পিআর