মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকায় নিজ বাসার তালা ভেঙে শোবার ঘর রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিজানুরের বাবা সামাদ বেপারি জানান, বুধবার সকালে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। দু’দিন ধরে ছেলেকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার বিভিন্ন জায়গাসহ মিজানুরের ভাড়া বাসায় খোঁজ করেন তারা। কিন্তু ঘরের বাহিরে তালা দেখে চলে যান তারা। তিনি আরো জানান, ভাড়া বাসার কক্ষ থেকে দুর্গন্ধ বেরুলে শুক্রবার সকাল ৮টার দিকে বাসার তালা ভেঙে শোবার ঘর থেকে গলায় গামছা পেঁচানো মিজানুরের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে গামছায় চেপে শ্বাসরুদ্ধ করে মিজানুরকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি সুস্পষ্টভাবে জানা যাবে। ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি