দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার ঝিকিড়া সান্দাইল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনের ছোট ভাই ও পৌর এলাকার ঝিকিড়া মহল্ল­ার সরাফত আলীর ছেলে। উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, হরতাল অবরোধ চলাকালে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।এদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবলুকে আটকের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোকাদ্দেস আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সিমকি ইমাম খান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি শামীম খান।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর