দেশজুড়ে

বাংলার মানুষ ধর্মপ্রিয়, মৌলবাদী নয় : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলার মানুষ জঙ্গিবাদ চায় না, মানুষ শান্তিপ্রিয়-ধর্মপ্রিয় কিন্তু মৌলবাদী নয়-জঙ্গি নয়। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের কাউতলির নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।আইজিপি বলেন, ইসলামের নামে জঙ্গিরা নামাজ পড়া অবস্থায় ঈমাম-মুয়াজ্জিনকে হত্যা করছে, ঈদগাহ মাঠে নামাজ পড়া মুসল্লিদের মারছে, আমাদের দেশে যারা বিনিয়োগ করতে আসে তাদের হত্যা করছে। কিন্তু ইসলামে কোনো মানুষ হত্যাই জায়েজ নয়।আইজিপি আরো বলেন, জিহাদ-খেলাফত প্রতিষ্ঠার নামে যে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে এরা বেশি দিন টিকবে না, কারণ দেশের জনগণ তাদের সমর্থন করে না। সম্প্রতি দেশে যেসব জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের মধ্যে ৮০ শতাংশ আমরা নির্মূল করেছি, বাকিগুলোও নির্মূল করে দেয়া হবে। বাংলার মাটি থেকে চির তরে জঙ্গিবাদ নির্মূলে প্রতিটি পরিবারে প্রতিটি ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের অভিযান নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন- কেন জঙ্গিদের জীবিত গ্রেফতার করা হয় না? পুলিশ কেন আহত হয় না? এসব প্রশ্নে পক্ষান্তরে জঙ্গিরা উৎসাহী হয়। জঙ্গিদের কাছে বোমা-আগ্নেয়াস্ত্র রয়েছে, তাদের ধরতে গেলে তো আগে আমাকেই মারবে!তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ এখন রোল মডেল। বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করছে। কিন্তু একশ্রেণির লোক এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। যদি আমরা এভাবে জঙ্গিবাদ দমনে ভূমিকা না রাখতাম, তাহলে দেশের শান্তি নষ্ট হতো, মানুষ ঘর থেকে বেরুতে সাহস পেতো না।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।এর আগে আইজিপি শান্তির পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী উপভোগ করেন। সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস