ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার কোটচাঁদপুর-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাঠালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নেয় হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। কোটচাঁদপুর থানার এস আই ব্রজবল্লভ সাধু বলেন, হাসপাতাল থেকে বিকাল ৪টার দিকে অজ্ঞাত নারীর লাশের বিষয়টি তাকে জানানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। আহমেদ নাসিম আনসারী/এআরএস