শিক্ষা

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামলাতে রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. সজল কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, মেডিকেল কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ রাতেই জরুরি বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।নূর মোহাম্মদ/এআরএ/এমএস