চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে মঙ্গলবার ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দু`জনের মৃত্যু হয়েছে।থানার মিঠাছড়া বাজার এলাকায় কাভার্ডভ্যান ও তেলের ট্যাঙ্কলরির মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শহিদুল্লাহ।মো. শহিদুল্লাহ জানান, থানার মিঠাছড়া বাজার এলাকায় সকাল ৭টায় একটি কাভার্ডভ্যান ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।মিরসরাই এলাকার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, নিহত দুই চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।এআরএস/পিআর