ওয়ানডে রাঙ্কিংয়ে সেরা আটে থাকতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না বাংলাদেশ। এ কারণে এই বছর টেস্টের চেয়ে ওয়ানডেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে রাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। এ কারণেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সঙ্গে তিনটা ওয়ানডে খেললে লাভ আমাদেরই। আমরা এটা নিয়ে আলোচনা করছি। ওদের এই প্রস্তাব দেব আমরা।এছাড়া ২০১৬ সালে প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এ ব্যাপারে বিসিবি প্রেসিডেন্ট পাপন বলেন,আগামী বছর ভারতের ইডেন গার্ডেনে আমরা টেস্ট খেলবো এটা মোটামুটি নিশ্চিত করেছি।উল্লেখ্য চলতি বছর বিশ্বকাপের পরপরই ভারত ছাড়াও পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর করার কথা রয়েছে। এই তিন দেশই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।এমআর/পিআর