একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।তিনি মঙ্গলবার সকাল ১১টার দিকে ভারতের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এরশাদ দেশে ফিরবেন শুক্রবার।এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত সফরে একটি বিয়ের দাওয়াতে স্যার (এরশাদ) ভারত গেছেন।’ এরশাদের সফরসঙ্গী হিসেবে গেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার।এআরএস/পিআর