ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার প্রামানিক পাড়ায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আবুল বাসার (৬০)। তিনি কৃষিকাজ ও ঝাঁড়ফুক করে জ্বিন ছাড়ানোর কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার।নিহতের পুত্র জান্নাতুন নাঈম জানায়, ৮/১০জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে বাড়ীর অন্য সদস্যদের জিম্মি করে আবুল বাসারকে অন্য রুমে কুপিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।নিহতের স্ত্রী সাহিদা পারভীন জানায়, কিছুদিন ধরে আবুল বাশার ম্যাগনেট সংগ্রহের ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি দাবী করেন, ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তিনি জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।এস.এম.তরুন/এআরএস