নড়াইলের লোহাগড়ায় জিয়াউল হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের হাসেম মোল্যার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিয়েরবর গ্রামের সিকদার ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ১০টার দিকে শিয়েরবরের গুচ্ছগ্রাম সংলগ্ন ফাঁকা বিলের মধ্যে জিয়াউলকে কুপিয়ে আহত করা হয়। আহত জিয়াউলকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, সিকদার পক্ষের লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাফিজুল নিলু/এসএস/আরআইপি