দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জাগো নিউজকে বলেন, দুপুরে অজ্ঞাত ওই যুবক রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের (রেলগেইট এলাকা) পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।আজিজুল সঞ্চয়/এসএস/এমএস