দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে রুবেল নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় একটি জঙ্গল থেকে হাত বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রুবেল ওই গ্রামের আবুল খায়েরের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।নিহতের ভাই বাহার জানান, রাতে মোবাইল ফোনে ডেকে নেয়ার পর সে আর বাড়িতে ফিরেনি। সকালে তার মৃত্যু সংবাদ পান বলে জানান তিনি।পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় আলীর বাড়ির পুকুর পাড়ের জঙ্গলে একটি মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জামাল হোসেন জানান, রুবেল নামের একজনের হাত বাাঁধা ও গলা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য তার বিরুদ্ধে ৪/৫ টি মামলা রয়েছে। হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানান তিনি।এমএএস/আরআই