রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের ৩ দিন পর ভূমি সার্ভেয়ার তৈহিদুজ্জামান বদের (৪২) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়া হাইস্কুলের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভূমি সার্ভেয়ার তৈাহিদুজ্জামান বদের ওই উপজেলা চর দৌলতদিয়ার গেন্দু ব্যাপারী পাড়ার বাসিন্দা।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর সোমবার তৌহিদুজ্জামানের স্ত্রী আফরোজা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপর থেকেই পুলিশ নিখোঁজের সন্ধান করতে থাকে। সকালে দৌলতদিয়া হা স্কুলের পেছেনের ডোবা থেকে ওই ভূমি কর্মকর্তার মরদেহটি উদ্ধার করা হয়।উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় একটি জরুরি ফোন পেয়ে তৌহিদুজ্জামান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওই দিন রাত ৯টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং এ বিষয়ে সোমবার তার স্ত্রী গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।রুবেলুর রহমান/এসএস/পিআর