আন্তর্জাতিক

ভারতে সোয়াইন ফ্লুতে ১৯০ জনের মৃত্যু

ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ১৯০ জন মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি মাসেই মারা যাওয়ার এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে তেলেঙ্গানায় সবচেয়ে বেশি লোক এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর দিল্লির স্থান। কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ পান্ডে এ তথ্য জানিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমস।চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে সোয়াইন ফ্লুতে মোট দুই হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দিল্লিতে মোট ৪শ’ ৮৮ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। সেখানে ১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। ওই একই সময় তেলেঙ্গানায় সর্বোচ্চ ৬শ’ ২৯ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। এদের মধ্যে ৩৪ জন মারা যান।স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা যায়, রাজস্থানে ২০৫ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৭৩ জনের মধ্যে ২২ জন, গুজরাটে ৩২০ জনের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।এএইচ/আরআই