নাটোর আধুনিক সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালের পেছনের দিকের নবনির্মিত একটি সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আকরাম হোসেন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালের পেছনের দিকে একটি নবনির্মিত সেপটিক ট্যাংকের ভেতর মরদেহটি দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান একজন পথচারী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ অবৈধভাবে বাইরে কোথাও গর্ভপাত ঘটিয়ে মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে। নবজাতকটির গর্ভকালিন বয়স আট মাসের মতো হতে পারে। রেজাউল করিম রেজা/এফএ/এমএস