দেশজুড়ে

৮ ফেব্রুয়ারি বরিশালে ব্যবসায়ীদের মানববন্ধন

এফবিসিসিআই’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল নগরীর সদর রোডে জাতীয় পতাকা হাতে মানববন্ধন করবেন ব্যবসায়ীরা। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ঊদ্যোগে ওই দিন বেলা ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত মানববন্ধন করবেন বরিশালের সকল পর্যায়ের ব্যবসায়ীরা। মানববন্ধন সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান রিন্টু জানান, ব্যবসায়ীদের এখন চরম দুর্দিন। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।  বরিশাল নগরী ছাড়াও বিভাগের অপর ৫ জেলা ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা সদরেও কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা হাতে মানববন্ধন কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতা সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।এমএএস/আরআইপি