দেশজুড়ে

প্রতিষ্ঠার ৫৩ বছরেও স্কুলটির বেহাল দশা

সাতক্ষীরা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে আশাশুনি উপজেলার ৬৩ নং বড়দল শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বেহাল দশা। প্রতিষ্ঠার ৫৩ বছরেও বদলায়নি বিদ্যালয়টির অবস্থা। বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চলে জরাজীর্ণ অবস্থায়।জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৩ প্রতিষ্ঠিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে আজও নির্মাণ হয়নি পাকা বিল্ডিং। নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা। মাটির দেয়ালে তৈরি করা ঘরে করুণ অবস্থায় চলছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। প্রায় ২০০ ছাত্র/ছাত্রী এ বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান জানান, ভবন নির্মাণের জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো কাজ হয়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ হোসেন জগো নিউজকে বলেন, সাতক্ষীরায় ৬৩ নং বড়দল শিববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে কোনো স্কুল আছে কিনা তা আমার জানা নেই।এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল জানান, বিদ্যালয়টি তিনি সরেজমিনে দেখেছেন। খুবই করুণ অবস্থা। বিদ্যুৎ নেই, আলো বাতাসের চলাচল নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, বিদ্যালয়টির এ অবস্থা কেন?আকরামুল ইসলাম/এসএস/এমএস