দেশজুড়ে

শাশুড়ির উপর অভিমান করে নববধূর আত্মহত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাশুড়ির সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে সেতু রানী রায় (২৩) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।বুধবার দুপুরের দিকে নববধূর ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।এর আগে সকালে উপজেলার চলবলা ইউনিয়নের উত্তর বারাজান গ্রামের বাড়িতে তার ঘরে স্বামীর পরিবারের লোকজন প্রথমে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। নিহত সেতু রানী রায় উপজেলার চলবলা ইউনিয়নের উত্তর বারাজান গ্রামের তুলারাম বর্ম্মার মেয়ে ও ওই গ্রামেরই পবিত্র রায়ের স্ত্রী।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দেড় বছর আগে পবিত্র রায়ের সঙ্গে বিয়ে হয় সেতু রানীর। বিয়ের পর থেকে শাশুড়ি আরতী রানীর সঙ্গে তার পারিবারিক কলহ লেগেই থাকে। এমতাবস্থায় সেতু রানীর স্বামী পবিত্র রায় বাড়ি না থাকায় আবারো মঙ্গলবার রাতে শাশুড়ির সঙ্গে সেতু রানীর ঝগড়া হয়। ঝগড়া শেষে রাতে যে যার মতো ঘুমাতে যায়। সকালে সেতু রানী ঘরের দরজা না খুললে তার শ্বশুর বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে সেতু রানী রায়ের গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায়। তিনি শাশুড়ির সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।রবিউল/এমএএস/এমএস