দেশজুড়ে

বিএসএফের হাতে গরু ব্যবসায়ীকে আটক

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার অপরাধে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আটক গরু ব্যবসায়ী সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মৃত ইসলামের ছেলে।জানা গেছে, মঙ্গলবার রাতে আদাতলা সীমান্ত দিয়ে সাইফুল ইসলাম ভারতে গরু আনতে যান। বুধবার ভোর রাতে ওই এলাকার ২৪২ মেইন পিলার এলাকা দিয়ে গরু নিয়ে আসার পথে ভারতের অভ্যন্তরে বিএসএফ এর ৩৩ ব্যাটালিয়নের রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।আদাতলা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আটকের সত্যতা স্বীকার করে বলেন, ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে রাঙ্গামাটি বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়েছে।এমএএস/আরআই