দেশজুড়ে

আজিজুল হক কলেজে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম হোসেন সবুজ (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় শিবলু (২৫) নামে আরো এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ফুলবাড়িস্থ আজিজুল হক কলেজের (পুরাতন ভবনে) সামনে এ ঘটনা ঘটে। নিহত সবুজ সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্স শেষ বর্ষের বাংলা বিভাগের ছাত্র এবং কাহালু উপজেলার লাহাড়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আহত শিবলু ফুলবাড়ী এলাকার শেখ মতিনের ছেলে। তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে সাতমাথায় আধা ঘণ্টা অবরোধ ও কলেজ চত্বরে ভাঙচুর চালায়। এসময় পুলিশের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগে করা হয়।   বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, কলেজের সামনে স্থানীয় কয়েকজন যুবকদের সঙ্গে সবুজের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে যুবকদের ছুরিকাঘাতে সবুজ ও শিবলু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সবুজ মারা যায়। এ ঘটনার তদন্ত চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান তিতাস অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। বগুড়ার সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, রিকশা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।এআরএ/পিআর