বখাটেদের উৎপাত থেকে বাঁচতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।চার শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক বৃহস্পতিবার দুপুরে দাশুড়িয়া-কুষ্টিয়া হাইওয়ের রূপপুর পাকার মোড়ে এ সমাবেশ করেন। এ সময় লালন শাহ সেতুর পাকশী এলাকাসহ ঊভয় দিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকা পড়ে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রূপপুর গার্লস স্কুলের তিনজন ছাত্রীকে বাড়ি ফেরার পথে কয়েকজন বখাটে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং লাঞ্ছিত করে। এ ঘটনার পরদিন স্কুলের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর আশ্বাস দিলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এর প্রতিবাদে বৃহস্পতিবার আবারো এলাকার ৪টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা রূপপুর মোড়ে মানববন্ধন সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশীদুল্লাহ ও হাবিবুল ইসলাম হব্বুল, প্রধান শিক্ষক ইসাহাক আলী, আক্তারুজ্জামান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও স্বর্ণকলির শিক্ষক বাবু। আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর