দেশজুড়ে

বরগুনায় পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শামসুল হক। বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।  মামলা সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খাঁন বাদলের স্ত্রী ববিতা খানম গত সোমবার রাতে তার মামাতো ভাই মাহবুবুর রহমানের সঙ্গে আমতলী বাজারে আসেন। এ সময় পূর্ব কলহের জের ধরে আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমানের সমর্থক উপজেলা ছাত্রলীগ নেতা সবুজ ম্যালকার ও মাহবুবুর রহমান প্রিন্স মাহবুবকে মারধরের চেষ্টা করেন। এসময় চেয়ারম্যানের স্ত্রী ববিতা খানম বাধা দিলে তার উপরেও চড়াও হণ সবুজ ম্যালকার ও মাহবুবুর রহমান প্রিন্স।এ ঘটনার পরের দিন মঙ্গলবার দুপুরে আমতলী থানা পুলিশ ছাত্রলীগ নেতা সবুজ ও প্রিন্সকে আটক করে। এ বিষয়ে মঙ্গলবার রাতে থানায় উভয় পক্ষ শালিস-বৈঠকে বসে। এ সময় পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।মামলায় তিনি আরো উল্লেখ করেন, এসময় গাজী সামসুল হক প্যানেল মেয়র জিএম মুসার পক্ষ নেয়ায় মেয়র মতিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে তার ব্যক্তিগত পিস্তল দিয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পূলক চন্দ্র রায়ের সামনেই তাকে হত্যার উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। পরে মেয়র মতিয়ার রহমান ওসির বাধা উপেক্ষা করে থানার বারান্দায় দাঁড়িয়ে আরো এক রাউন্ড গুলি ছোড়ে।মামলার শুনানি শেষে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস মামলাটি আমলে নিয়ে আগামী ২৩ অক্টোবরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসারকে আদেশ দেন।সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এবিএস