রাজনীতি

অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে : ড. কামাল

দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবি ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার গণফোরাম সাধারণ সম্পাদক মরহুম সাইফউদ্দিন আহমেদ মানিক এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইডেন কমপ্রেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভায় তিনি এ কথা বলেন।ড. কামাল বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংস্ত্র ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে। সরকার আসল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি শুরু করছে।তিনি আরও বলেন, কারা পেট্রল বোমা মারছে কে এগুলো বানাচ্ছে তাদের খুঁজে বের করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে তারা মনে করছে আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি। তিনি সকলকে বাড়ির ছাদে গিয়ে একযোগে স্বৈরাচার নিপাত যাক শ্লোগান দেয়ার আহবান জানান । এএইচ/আরআই