সিরাজগঞ্জে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা। শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার গভীরে রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম আহম্মেদ (৩৫) ও তার মেয়ে সোহা (৮)। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে সেলিম তার মা ও মেয়েকে ঘুমের ঔষধ খাওয়ায়। এক পর্যায়ে মা সেতারা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। কিন্তু সেতারা বেগম টের পাওয়ার পর সে পাশের কক্ষে চলে যায়। সেখানে মেয়েকে হত্যার পর সেলিম নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সেলিমের মা সেতারা বেগম ও ছোট ভাই মাহমুদুল আলম সম্রাট জানান, প্রায় ২ বছর আগে সেলিমের স্ত্রী মেয়েকে রেখে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় সেলিম বড় ধরনের একটি আঘাত পায়। গত দুদিন ধরে ওই সাবেক স্ত্রীর সঙ্গে তার মোবাইল ফোনে বিতর্ক চলছে। এতে ক্ষোভে ও দুঃখে সে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এফএ/এমএস