দেশজুড়ে

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মানববন্ধন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক শিবির ক্যাডর গোলাম রসুল বিপ্লবের নেতৃত্বে সংখ্যালঘুর সম্পত্তি জবর দখল ও দেশছাড়া করার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূজা উৎযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সৌমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা গৌর চন্দ্র সরকার, সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র রায়, নির্যাতিত পরিমল সরকার ও তার স্ত্রী রিতা রানী সরকার।এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগের এই নেতা আগে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে ভোলপাল্টে কিভাবে ছাত্রলীগে যোগ হলো আর কিভাবে কেন্দ্রীয় কমিটিতে পদ পেলো সেটি আমাদের অজানা। ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করছে। আমাদের ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংখ্যালঘু এসব নেতারা।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উৎযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অসীম বরণ চক্রবর্তী। মানববন্ধনে সংখ্যালঘু সম্প্রদায়ের তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আকরামুল ইসলাম/এফএ/এমএস