দেশজুড়ে

ছাত্রলীগের গর্বের ঐতিহ্য রয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটা গর্বের ঐতিহ্য আছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ছাত্রলীগের ছিল সক্রিয় ভূমিকা। তাই সেই গর্বের ঐতিহ্যকে ধরে রেখে ছাত্রলীগকে আদর্শের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে।শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী দুই বছরের জন্য মো. মনির হোসেন সভাপতি ও মো. আফজাল হোসেন রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় গেছেন তখনই দেশ এগিয়ে গেছে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি দেশকে টেনে তুলেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ মর্যাদার দেশ, আদর্শের দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে।কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন প্রমুখ।এদিকে বিকেলে কসবায় জেলা পরিষদ অডিটরিয়ামে এক সঙ্গে আয়োজিত চারটি অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি অসুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে চেক, কৃষকদের মাঝে সার ও বীজ এবং ১৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, প্রজেক্টর ও স্পিকার বিতরণ করেন। এছাড়া তিনি কসবার ধজনগর, কোনাপাড়া, মজলিশপুর ও গুরুহিত গ্রামের ৭৯৯ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগেরও উদ্বোধন করেন।আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর