বসুন্ধরা আন্তজার্তিক কনভেনশন সেন্টারে নেহা কাক্কা লাইভ ঢাকা কনসার্টে নেহা কাক্কারের সঙ্গে মঞ্চে উঠে নাচলো, গাইলো ও সেলফি তোলার সুযোগ পেল রাইসা নামের ১৬ বছরের এক তরুণী। এই তরুণী নেহা কাক্কারের ভীষণ ভক্ত। কখনও দেখা না হলেও তিনি নেহা কাক্কার ফলোয়ার। মাঝে মধ্যেই ফেসবুক ও টুইটারে দু’জনের দু’চার কথা হতো। আবেগঘন মুহূর্তে মঞ্চে নেহা কাক্কার সঙ্গে মিললো বাংলাদেশি রাইসা।শুক্রবার রাতে কনসার্ট যখন জমে উঠেছে। কনভেনশন সেন্টারের উপরে ও নিচে কানায় কানায় পরিপূর্ণ দর্শক যখন নাচে গানে উন্মাতাল, তখনই নেহা কাক্কার ঘোষণা দেন, এখানে তার একজন ভক্ত থাকার কথা। তার নাম রাইসা। নেহা মাইকে জোরে জোরে শব্দ করে জানতে চান রাইসা নামের কেউ আছে কিনা। তিনি ইংরেজিতেও আরএআইএসএ বানান করে বলেন। কিছুক্ষণ সাড়া-শব্দ না পেয়ে যখন গানে ফিরে যাবেন তখনই দূর থেকে ছুটে আসে রাইসা। মঞ্চের সামনে গিয়ে হাত বাড়ায়। কিন্তু মঞ্চে থেকে নেহা তাকে তুলতে পারছিলেন না। তিনি আয়োজকদের মঞ্চের পেছন দিয়ে তার ভক্তকে মঞ্চে নিয়ে আসার অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, রাইসার চেহারা তার কাছে পরিচিত। রাইসাকে মঞ্চের দিকে দৌঁড়ে আসতে দেখে নেহা, ‘ইউ উড ফল, বি কেয়ারফুল সুইটি’ বলে ধীরে হেঁটে আসতে বলেন। মঞ্চে উঠে রাইসার খুশিতে কেঁদে ফেলার উপক্রম হয়। পরে নেহা রাইসাকে তার সঙ্গে ড্যান্স করবে কিনা গাইবে কিনা জিজ্ঞাসা করলে রাইসা খুশিতে লাফাতে থাকে। নেচে গেয়ে আনন্দ করার পর সেলফি তোলার আবদার করলে নেহা রাইসাকে জড়িয়ে ধরে সেলফি তোলার সুযোগ দেন।এএম