পরকীয়া প্রেমে বাধা দেয়ায় সাতক্ষীরার তালা উপজেলায় রেশমা বেগম (২২) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর রেশমার স্বামী কবির শেখ গা ঢাকা দিয়েছে।শুক্রবার বেলা ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রেশমার মামা আগোলঝাড়া গ্রামের বাবলুর রহমান জাগো নিউজকে জানান, ৮ বছর আগে আগোলঝাড়া গ্রামের আব্দুল গফফার মোড়লের মেয়ে রেশমার সঙ্গে বালিয়া গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে কবিরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে সিয়াম নামের ৫ বছরের একটা ছেলে সন্তান রয়েছে। তাছাড়া রেশমা বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য রেশমাকে নির্যাতন করে আসছিলেন কবির। শুক্রবারও রেশমাকে মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। মূলত কবিরের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ নিয়ে বাধা দেয়ায় রেশমাকে মেরে ফেলা হয়েছে। রেশমার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এ বিষয়ে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা মৃত্যু না হত্যা। আকরামুল ইসলাম/এএম