দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার তথ্য বাতায়নে পুলিশের আপডেট তথ্য নেই

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য বাতায়নে পুলিশের পাতাটিতে আপডেট (হালনাগাদ) দেয়া হচ্ছে না। এর ফলে পূর্ববর্তী সময়ে যেসব কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি হয়ে অন্যত্র কাজ করছেন সেসব কর্মকর্তাদের নাম এখনো আগের পদবি দিয়েই জেলা তথ্য বাতায়নে রাখা হয়েছে। এতে করে বিভ্রান্তির শিকার হচ্ছেন অনেকেই। দ্রুত সময়ের মধ্যে পাতাটি আপডেট করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।জেলা তথ্য বাতায়নের ওয়েব পোর্টালে (www.brahmanbaria.gov.bd) গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন এম.এ মাসুদ। প্রকৃত পক্ষে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত আছেন ইকবাল হোসেন আর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে বর্তমানে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (এসপি) পদে কর্মরত রয়েছেন এম.এ মাসুদ। এছাড়া তথ্য বাতায়নের পাতায় থাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম (সদর দফর) বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল জেলায় কর্মরত রয়েছেন। আর তার স্থলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) পদে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত আছেন রাজন কুমার দাস।অন্যদিকে, তথ্য বাতায়নের পাতায় থাকা বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বদলি হয়ে বর্তমানে কুমিল্লার কোতোয়ালি থানায়, জেলার সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বর্তমানে জেলার বিজয়নগর থানায় এবং নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জেলার সরাইল থানায় কর্মরত রয়েছেন।জেলা তথ্য বাতায়নে শুধু পুলিশ পাতাটিই নয় আরো বেশ কিছু বিভাগের পাতাও নিয়মিত আপডেট করা হচ্ছে না। তথ্য বাতায়নের পাতাটি নিয়মিত আপডেট না দেয়ার ফলে সাধারণ মানুষের পাশাপাশি বিভ্রান্তির শিকার হচ্ছেন সাংবাদিকারও। তারা বিভিন্ন সংবাদের তথ্য নেয়ার জন্য তথ্য বাতায়ন থেকে পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নম্বরে যোগাযোগ করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের ফোন নম্বর আপডেট না করায় বিপাকে পড়ছেন সাংবাদিকরা।জেলার জ্যেষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য জাগো নিউজকে বলেন, আমরা বিভিন্ন সময় সংবাদের তথ্য জানতে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের ফোন নম্বরের জন্য তথ্য বাতায়নের সাহায্য নিয়ে থাকি। কিন্তু দীর্ঘদির ধরে তথ্য বাতায়ানের আপডেট না হওয়ায় পূর্ববর্তী কর্মকর্তাদের ফোন করে বিপাকে পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না।এ ব্যাপারে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বশিরুল হক ভূঞা জাগো নিউজকে বলেন, তথ্য বাতায়ন পোর্টালটি তৈরির সময় সকল বিভাগের তথ্য জেলা প্রশাসন থেকেই আপডেট করা হতো। কিন্তু এখন সকল বিভাগকেই তাদের একটি করে আলাদা-আলাদা পাসওয়ার্ড দেয়া হয়েছে, যাতে করে নিজেদের দফতরের তথ্য নিজেরাই আপডেট করতে পারেন। তেমনি জেলা পুলিশকেও একটি পাসওয়ার্ড দেয়া হয়েছে তাদের তথ্যগুলো আপডেট করার জন্য।তবে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দফতর) রাজন কুমার দাস জাগো নিউজকে বলেন, আমাদের কাছে তথ্য বাতায়ন আপডেট করার জন্য কোনো পাসওয়ার্ড দেয়া হয়নি। পুলিশের পাতাটি জেলা প্রশাসনেরই আপডেট করার কথা রয়েছে।এসএস/এমএস