মাগুরার জিন্দাপীর জয়েনুদ্দীন শাহের মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তালা উপজেলা জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা শুরু করেছে। শনিবার বেলা ১১টায় তালা ডাকবাংলোয় উপজেলা জাতীয় পার্টির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি এস এম নজরুল ইসলাম।উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক জলিল আহমেদ, হাবিবুল ইসলাম হাবিব, জালালপুর ইউনিয়ন সভাপতি হামেল আলী, খলিলনগর ইউনিয়ন সভাপতি শিক্ষক আব্দুল গাউস, খলিশখালী ইউনিয়ন জাপা নেতা শামসুর রহমান, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান।আরো বক্তব্য রাখেন জাপা নেতা ডা. ঈমান আলী গাজী, আব্দুর জব্বার কাগুজি, জালাল উদ্দীন, রহমত গোলদার, যুব সংহতির নেতা মতিয়ার সরদার, বাহারুল ইসলাম, লুৎফার রহমান, মহসিন হোসেন, ছাত্র সমাজ নেতা কাজী জীবন, ইউনুচ আলী সরদার, যুধিষ্ঠির চক্রবর্তী, সোহাগ হোসেন, বাচ্চু, তরুণ পার্টির নেতা ইউনুচ আলী মোড়ল। সভায় জাপা ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা আগামী দিনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখতকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান।আকরামুল ইসলাম/এসএস/এবিএস