টাঙ্গাইলের দেলদুয়ারে ফজলুল হক (৪০) ওরফে ফজু ডাকাতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজু ওই গ্রামের মো.বুদ্দু মিয়ার ছেলে।দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার পর কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফজুকে তার বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী প্রয়াগজানী গ্রামের মৃত মোকাররম মিয়ার ছেলে আবুল বাসককে আটক করা হয়েছে। ফজুর বিরুদ্ধে নাগরপুর ও টাঙ্গাইল মডেল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস