দেশজুড়ে

মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় নিহত ১

ভোলার মনপুরার মিয়াজ মিরশাহ এলাকার পূর্বপাশের মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে কামাল মাঝি নিহত হয়েছেন। এসময় আরো ৬ জেলে গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে গুরুতর আহত মহিউদ্দিন, হোসেন ও সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বাকিদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ জেলেরা হলেন, মহিউদ্দিন, রুবেল, হোসেন, নয়ন, জুয়েল ও সাইফুল। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কামাল মাঝি ৯জন জেলে নিয়ে মনপুরার মিয়াজ মিরশাহ এলাকার পূর্বপাশের মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। এসময় জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়িভাবে গুলি ছুঁড়তে থাকে। জলদস্যু বাহিনীর ছোঁড়া গুলিতে সাত জেলে গুলিবিদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ কামাল নদীতে পড়ে যায়। পরে স্থানীয় জেলেরা বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত মহিউদ্দিন, হোসেন ও সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।    এ ব্যাপারে হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লে. কমান্ডার ওমর ফারুক বলেন, জলদস্যুদের হামলার ঘটনা শুনার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড মেঘনায় বিভিন্ন চরে অভিযান শুরু করেছে। মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অমিতাভ অপু/এআরএ/আরআইপি