দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম চলছে সেটি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত গঠনের জন্যই। বৃহস্পতিবার বিকেলে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ কথা জানান।বিবৃতিতে তারা বলেন, এই অবৈধ স্বৈরাচারী সরকারের যদি শিক্ষার্থীদের প্রতি নূন্যতম মায়া থাকত তাহলে অনেক আগেই পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ নিশ্চিত করত। কিন্তু তারা ক্ষমতার মোহে এতটাই আচ্ছন্ন যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এখন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের হত্যার উৎসবে মেতে উঠেছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থী ও পরিক্ষার্থীদের উচিত গণভবন ঘেরাও করে অবৈধ প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা।তারা আরও বলেন, আজ আওয়ামী লীগ শিক্ষার্থীদের জন্য মায়া কান্না দেখাচ্ছে। কিন্তু তারা যখন বিরোধী দলে ছিল তখন কোন কারন ছাড়াই পরীক্ষার সময় দিনের পর দিন হরতাল দিয়েছিল। কিন্তু এখন তারা সেটি বেমালুম ভুলে গেছে। তার অর্থ হল আওয়ামী লীগ নিজ স্বার্থ চরিতার্থের জন্য যতটা সম্ভব নীচে নামতে পারে। তারা মিথ্যাবাদী, তারা প্রতারক।যেখানে গনতন্ত্র অনুপস্থিত সেখানে শিক্ষা পরবর্তী জীবন আরও দুর্বিসহ। এখন আওয়ামী লীগ ছাত্রলীগ না করলে চাকরি হয় না। ব্যাংকসহ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে তারা অর্থনীতির মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। এমএম/এএইচ/আরআই