দেশজুড়ে

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক এবিএম আজরাফ টিপু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সংবাদপত্র পরিষদসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকের সাথে একাত্মতা প্রকাশ করে এই  মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, এনএসপি’র সভাপতি হারুন অর রশিদ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিটিভি ও সমকাল নরসিংদী প্রতিনিধি নুরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস, নরসিংদী কাগজ এর সম্পাদক এম.এ আউয়াল, বাংলাভিশন এর নরসিংদী প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী আইনজীবী সমিতির সেক্রেটারি কাজী নাজমূল হোসেন ভূইয়া, বিএমএ’র সভাপতি গোলাম দস্তগির, রেডক্রিসেন্ট নরসিংদীর সেক্রেটারি হাজী আব্দুস সাত্তার প্রমুখ।বক্তারা টিপুর উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।উল্লেখ, গত ৩ ফেব্রুয়ারি পত্রিকা কার্যালয় থেকে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী টিপুর উপর হামলা চালায়। তাকে মারাত্মক আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।এমএএস/আরআই