জাতীয়

নেত্রকোনায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি নেত্রকোনার আটপাড়া উপজেলার জামায়াতে ইসলামী নেতা এনায়েত উল্লাহ মঞ্জুকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনায়েত উল্লাহ মঞ্জু আরেক মানবতাবিরোধী আসামি হেদায়েত উল্লাহ বিএসসির ভাই। আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার এনায়েত উল্লাহ মঞ্জু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত দুই-তিনদিন ধরে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলেও জানান ওসি ফারুক আহমেদ।কামাল হোসাইন/এএম

 

কামাল হোসাইন/এএম