সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ২দিকে যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদী দিয়ে একটি মরদেহ ভেসে আসছে স্থানীয়দের এমন খবরের ভিত্তিতে দুপুরে পৌর এলাকার চায়না বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল গেঞ্জি, জিন্সপ্যাট ও সাদা রংয়ের কেস জুতা। গত ৮/১০ দিন আগের মরদেহটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।এআরএ/এবিএস