পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোজাহার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। সোমবার রাত ১০টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, পঞ্চগড় জেলার ২নং নির্বাচনী আসনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মোজাহার হোসেন স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ কোথায় কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের এই মিডিয়া উইং কর্মকর্তা।এমএম/বিএ