দেশজুড়ে

সিরাজগঞ্জে তিন জেএমবি সদস্য আটক

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তিন ভাইকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বর থেকে তাদের আটক করা হয়।   আটকরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের তিন ছেলে মো. সানাউল্লাহ (৪৫), লিয়াকত উল্লাহ (৩৮) ও বরকত উল্লাহ (৩০)। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।এসএস/এমএস