দেশজুড়ে

নেত্রকোনায় হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার আনন্দবাজার এলাকার আব্দুল মোতালেবের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, শরিয়তপুর জেলার সখীপুরের আইনাল হকের ছেলে সুজন হাওলাদার (২৫), শেরপুর জেলার বাগরাখসা এলাকার হাসেম আলীর ছেলে মনিরুজ্জামান, তার স্ত্রী সুমাইয়া আক্তার (২২) এবং একই এলাকার এএসএন আব্দুল হাইয়ের স্ত্রী পারুল আক্তার (২২)। নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস জানান, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। তাদের বিরুদ্ধে নিজ নিজ জেলায় জঙ্গি তৎপরতার দায়ে একাধিক মামলা রয়েছে। তারা গত একমাস আগে আনন্দবাজারের ওই বাড়ি ভাড়া নেন।কামাল হোসাইন/এফএ/এমএস