মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়নের নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ দুটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলেও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে কমিশন।একইসঙ্গে নির্বাচিত মেম্বার মারা যাওয়ায় সদর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড, হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের ৬নং এবং চালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩১ অক্টোবর উপ-নির্বাচন হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৬ অক্টোবর। যাচাই- বাছাই ৭ অক্টোবর। প্রত্যাহারের শেষ সময় ১৪ অক্টোবর। ১৫ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে।জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন জাগো নিউজকে জানান, প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। প্রার্থীরা যাতে নির্বাচনী অাচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলেন সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।পুলিশের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে নানা প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।বি.এম খোরশেদ/এফএ/এমএস