জাতীয়

চলমান রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালে সহিংসতা, যানবাহনে আগুন ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাস পুড়িয়ে, আগ্নেয় বস্তু ছুড়ে ও ট্রেন লাইনচ্যুত করে নিরপরাধ মানুষকে হতাহত করার অযৌক্তিক ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এভাবে সহিংসতার ব্যবহারের জোর প্রতিবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডের কোনোই যৌক্তিকতা নেই। মেরি হার্ফ বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের ক্ষমতা ও অধিকার সব বাংলাদেশির রয়েছে। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয় পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সব দলকে তাদের নেতাকর্মীদের সহিংসতা বন্ধে নির্দেশনা দেওয়ার আহ্বান জানাচ্ছি।গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে না দেয়ায় অনির্দিষ্টকালের অবরোধ ডাকে বিএনপি। এর সাথে কয়েক দফায় হরতাল কর্মসূচি পালন করা হয়। হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলা ও আগুনে  এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এআরএস/এমএস