দেশজুড়ে

সাতক্ষীরায় মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

সাতক্ষীরা শহরের শ্যামসুন্দর মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার (প্রথম সচিব) রমাকান্ত গুপ্তা। বুধবার দুপুরে তিনি মন্দির পরিদর্শন করেন। পরে পুরোহিত ও পূজা উৎযাপন পরিষদ নেতাদের কাছ থেকে জেলার পূজা উৎযাপনের সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মন্দিরের পুরোহিত কৃষ্ণদাস ব্রহ্মচারী, দীপক দেবনাথ, সুভাষ ঘোষ, পূজা উদযাপন পরিষদ নেতা অসীম বরণ চক্রবর্তী।পরে পুলিশ সুপার আলতাফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন ভারতীয় হাইকমিশনার। বৃহস্পতিবার তিনি শ্যামনগর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করবেন।আকরামুল ইসলাম/এএম/এবিএস