পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে চালের দোকানে ডাকাতির চেষ্টাকালে আকুব্বর (৪২) ও মোস্তফা (৪৫) নামের আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া বন্দুকের গুলিতে ব্যবসায়ী আতোয়ার হোসেন ও তার ছেলে রকি আহত হন। আটকরা হলেন, গাজীপুর চান্দুরার জিহাদ হোসেনের ছেলে মোস্তফা ও পাবনা সুজানগর থানার ক্ষেতুপাড়া গ্রামের খবির মোল্লার ছেলে আকুব্বর।পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসযোগে ৪-৫ জনের একদল ডাকাত সশস্ত্র অবস্থায় টেবুনিয়া বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আতোয়ারের দোকানের সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে তারা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দোকান মালিকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। পরে অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে দোকান মালিক আতোয়ার হোসেন ও তার ছেলে রকি এবং সবুজ নামের স্থানীয় এক যুবক আহত হয়। গুলিবিদ্ধ তিনজন ও আহত ডাকাতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই আরিফুল।একে জামান/এএম/এবিএস